https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/05/29/image-168257.jpg

বগুড়ায় কারারক্ষীসহ ১৮ করোনা রোগী

by

বগুড়ায় চিকিৎসক পুলিশ কারারক্ষীসহ আরো ১৮ জন করোনাভাইরাসে সংক্রমিত আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, দুইজন পুলিশ কনস্টেবল ও পাঁচজন কারারক্ষী রয়েছেন। নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার রাত ৯টায় তিনি এ তথ্য জানান।

ডেপুটি সিভিল সার্জন জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের করোনা পরীক্ষার ল্যাব থেকে ১৮৮টি নমুনার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে বগুড়ার ১৮০টি নমুনা ছিল। এর মধ্যে ১৮ জনের নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া সিরাজগঞ্জের ছয়টি নমুনার মধ্যে একজনের এবং গাইবান্ধার দুইটি নমুনার মধ্যে দুটির ফলাফলই করোনা পজিটিভ এসেছে। বগুড়ার ১৮ জনের মধ্যে সদরে ১৫ জন, শাজাহানপুর, সারিয়াকান্দি ও দুপচাঁচিয়ায় ১ জন করে শনাক্ত হয়েছে।

https://www.dhakatimes24.com/templates/web-v1/images/eValy-4-4-2020.png

এ নিয়ে বগুড়ায় এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৯৩ জন। এর মধ্যে বগুড়া সদর উপজেলায় ১৬৭ জন, কাহালুতে ১৪, শাজাহানপুরে ২৩ জন, শেরপুরে ১২ জন, গাবতলীতে ২১ জন, সারিয়াকান্দিতে ১২ জন, সোনাতলায় ১১ জন, শিবগঞ্জে ৮ জন, দুপচাঁচিয়ায় ৭ জন, আদমদীঘিতে ১০ জন, নন্দীগ্রামে ৪ জন এবং ধুনটে ৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১৯ জন সুস্থ হওয়ায় বর্তমানে জেলায় আক্রান্ত রোগী ২৭৩ জন।

(ঢাকাটাইমস/২৯মে/এলএ)