https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/05/29/image-168258.jpg

ভারতীয়দের পিটুনিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর

by

গরু চোর সন্দেহে ভারতীয় নাগরিকদের পিটুনিতে নিহত বাংলাদেশের হবিগঞ্জের

মাধবপুর উপজেলার মালঞ্চপুর গ্রামের লোকমান হোসেন (৩২) এর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সকল আনুষ্ঠানিকতার পর নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত

https://www.dhakatimes24.com/templates/web-v1/images/eValy-4-4-2020.png

করেছেন।

মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলম জানান, বিকালে লাশ হস্তান্তর নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ১২০ ব্যাটালিয়ানের মোহনপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শশিকান্ত ও বাংলাদেশের ধর্মঘর বিজিবির সুবেদার দেলোয়ার হোসেন।

প্রসঙ্গত, গত ২৪ মে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের মৃত আব্দুল

হাসিমের ছেলে লোকমান হোসেন ভারতের ত্রিপুরা রাজ্যের মোহনপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে তার ফুফুর বাড়িতে যাবার সময় ভারতীয় নাগরিকরা তাকে গরু চোর ভেবে পিটিয়ে আহত করে। ভারতের পশ্চিম ত্রিপুরা রাজ্যের সিধাই থানা পুলিশ

মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে লোকমানের মৃত্যু হয়। তারপর থেকে লাশ হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়। অবশেষে শুক্রবার সন্ধ্যায় লাশ হস্তান্তর করে বিএসএফ।

(ঢাকাটাইমস/২৯মে/এলএ)