সোনারগাঁয়ে নতুন আরো ১১ জন করোনায় আক্রান্ত
by সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিসোনারগাঁয়ে নতুন করে আরো ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৭ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ৪ প্রাপ্ত বয়স্ক নারী। এ নিয়ে সোনারগাঁয়ে ২০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ পর্যন্ত ৯২১ জনের নমুনা পরীক্ষা শেষে ২০৩ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ৪৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক পুরুষ ও নারী। এদের মধ্যে দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এনিয়ে সোনারগাঁয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮ জন।