দিল্লিতে ভূমিকম্প

by

ভারতের রাজধানী দিল্লিতে চার দশমিক ছয় মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৯ মে) রাতে ৯টা ৮মিনিটের দিকে দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবে কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা মাঝারি হলেও কয়েক সেকেন্ড ধরে স্থায়ী হয়। ভয়ে লোকজন বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে এখনো কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভূমিকম্পের উত্‍স হরিয়ানার রোহতকের কাছে। মাটি থেকে ১৬ ফুট গভীরে ভূকম্পনের কেন্দ্র। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৬।

লকডাউনে এই নিয়ে চারবার ভুমিকম্প অনুভূত হল রাজধানী শহর দিল্লিতে। এর আগে মে মাসের ১০ তারিখে উত্তর-পূর্ব দিল্লির ওয়াজিরাবাদে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। এপ্রিল মাসের ১২ ও ১৩ তারিখ পরপর ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি।