চট্টগ্রাম কলেজ কোয়ার্টার থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

by

চট্টগ্রাম কলেজের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে মো. সালাউদ্দিন (৩৬) নামে কলেজের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) দুপুরে চট্টগ্রাম কলেজের স্টাফ কোয়ার্টারের তার বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সালাউদ্দিন চট্টগ্রাম কলেজের চতুর্থ শ্রেণির একজন কর্মচারী। তার বাড়ি মিরসরাই উপজেলার দুর্গাপুর এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

চকবাজার থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দীন বলেন, দুপুরে খবর পেয়ে চট্টগ্রাম কলেজ স্টাফ কোয়ার্টার থেকে সালাউদ্দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সালাউদ্দিন ফ্যানের সঙ্গে তার গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এটি প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হয়েছে। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

নিজাম উদ্দীন জানান, সকালে এক খালাতো ভাইকে ফোন করে অসুস্থতার কথা জানান সালাউদ্দিন। তার খালাতো ভাই পরিবারের সদস্যদের জানালে তারা মিরসরাই থেকে এসে সালাউদ্দিনের রুমের দরজা বন্ধ পান। পরে পুলিশ গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।