১০ দিনে জামিন পেয়েছেন ২১ হাজার আসামি
by নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমসকরোনাকালে ভার্চুয়াল কোর্ট পদ্ধতিতে দেশের বিচারিক আদালতসমূহে ১০ কার্যদিবসে ৩৩ হাজার ২৮৭টি আবেদনের শুনানি নিয়ে ২০ হাজার ৯৩৮ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।
শুক্রবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের এমন তথ্য জানান।
এর আগে গত ১০ মে দেশের বিচারিক আদালতসমূহে শুধু আসামিদের জামিন আবেদন শুনানির নির্দেশনা জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। ওইদিন নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয়া হয়।
সে নির্দেশ অনুসারে ১২ মে সারাদেশের বিচারিক আদালত ৩৫০টি আবেদনের শুনানি নিয়ে ১৪৪ জন, ১৩ মে এক হাজার ১৮৩টি আবেদনের শুনানি নিয়ে এক হাজার ১৩ জন, ১৪ মে এক হাজার ৮২১, ১৭ মে তিন হাজার ৪৪৭ জন, ১৮ মে তিন হাজার ৬৩৩ জন, ১৯ মে চার হাজার ৪২ জন, ২০ মে চার হাজার ৪৮৪ জন, ২৭ মে ৮৭৬ জন এবং ২৮ মে এক হাজার ৪৭৭ জন আসামিকে জামিন দেয়া হয়।
(ঢাকাটাইমস/২৯মে/এআইএম/জেবি)