কক্সবাজারে বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা
by বিশেষ প্রতিনিধি, কক্সবাজারকক্সবাজারে করোনা রোগীর সংখ্যা দিন দিন উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। আজ শুক্রবার এক দিনেই কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে ২৬৩টি নমুনা পরীক্ষায় ৭৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
এর মধ্যে ৭১ জন নতুন রোগী এবং অপর ৪ জন আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট। কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এসব তথ্য জানান।
কলেজ অধ্যক্ষ জানান, নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় আজ রেকর্ড সংখ্যক অর্থাৎ ৫৪ জনের পজিটিভ পাওয়া গেছে। যা কক্সবাজার জেলায় সর্বোচ্চ রেকর্ড।
এ ছাড়াও উখিয়া উপজেলায় ৮ জন, চকরিয়ায় ১ জন, টেকনাফে ২ জন, রামুতে ১ জন, মহেশখালীতে একজন, চট্টগ্রামের লোহাগড়ায় ১ জন, বান্দরবানের লামায় দুজন এবং রোহিঙ্গা রয়েছেন একজন।
অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানান, চকরিয়া উপজেলায় ১৫৮ জন, মহেশখালীতে ৩৩ জন, টেকনাফে ২০ জন, উখিয়ায় ৭৭ জন, রামুতে ২৪ জন, কক্সবাজার সদরে ২৩০ জন, কুতুবদিয়ায় ৩ জন এবং পেকুয়ায় ৩৯ জন রয়েছেন। এর সঙ্গে যোগ হয়েছেন ২৯ জন রোহিঙ্গা।