বিশ্বকাপ আয়োজন ঝুঁকিপূর্ণ মনে করছে অস্ট্রেলিয়া

by

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নির্ধারিত রয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটি বাতিল হওয়ার উপক্রম। তবে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি। আইসিসি সিদ্ধান্ত না নিতে পারলেও, আয়োজক অস্ট্রেলিয়াই বলছে- এই পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন করাটা বড় ধরনের ঝুঁকি। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহি কেভিন রবার্টস বলেছেন নির্ধারিত সুচিতে ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বড় ঝুঁকিতে রয়েছে।

গতকাল বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে বোর্ড সভা করে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ইঙ্গিত ছিল। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি। বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত আগামী ১০ জুন পর্যন্ত মুলতবি রাখা হয়েছে। এদিকে নিজ দেশে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী নয় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ভিডিও কলে সাংবাদিকদের রবার্টস বলেন, 'অবশ্যই আমরা আশা করছি অক্টোবর-নভেম্বরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। তবে বর্তমান পরিস্থিতিতে বলতেই হচ্ছে টুর্নামেন্টটি বড় ঝুঁকিতে আছে।'

নির্ধারিত সূচিতে না হলে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা যেতে পারে বলে জানান রবার্টস। তিনি বলেন, 'যদি টুর্নামেন্ট নির্ধারিত সময়ে না হতে পারে, তবে আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ বা অক্টোবর-নভেম্বরে আয়োজন করা যেতে পারে।' তবে ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সুযোগ নেই। কারণ আগামী বছরের ওই সময় ভারতে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি রয়েছে। ভারত সেটি কিছুতেই হাতছাড়া করবে না।

তাই বর্তমান পরিস্থিতিতে, বিশ্বকাপ নিয়ে ভালোভাবে আলোচনা করা প্রয়োজন বলেও জানান রবার্টস। তিনি বলেন, 'এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট আসর। বিশ্বকাপের জন্য খেলোয়াড়, কর্মকর্তা, ভক্তরা অপেক্ষা করেন। কিন্তু এই পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে বুঝে-শুনে সিদ্ধান্ত নিতে হবে। নয়তো সমস্যার সৃষ্টি হবে।'