অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ায় চসিক কর্মকর্তা বরখাস্ত

by

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের কর কর্মকর্তা জানে আলমকে বরখাস্ত করা হয়েছে। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা স্বাক্ষরিত এক আদেশে বরখাস্তের বিষয়টি জানা গেছে। 

জানে আলমের বিরুদ্ধে ভুয়া নিয়োগপত্র দিয়ে বেকার যুবকদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। ঈদের ছুটির আগে এ বরখাস্তের আদেশ হয়।

চসিক সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ মার্চ অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা হয়েছিলো জানে আলমের বিরুদ্ধে। মামলাটি তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশন কর্মচারী বিধিমালা ২০১৯ অনুযায়ী তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

সূত্র জানায়, জানে আলম চাকরি প্রার্থী তরুণ-যুবকদের ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা করেন। ওই নিয়োগপত্র নিয়ে তাঁরা চসিকে চাকরিতে যোগদান করতে গেলে তা ভুয়া প্রমাণিত হয়। তখন প্রতারণার শিকার হওয়ারা বিষয়টি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে লিখিতভাবে জানান। এরপর তদন্তের নির্দেশ দেন মেয়র।