করোনা আক্রান্ত দম্পতির ঠাঁই হলো মুরগি খামারে!

by

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্তের পর এক দম্পতিকে গ্রাম ছাড়া হতে হয়েছে। আর গ্রামে জায়গা না হওয়ায় তাদের আশ্রয় হয়েছে পাশের ইউনিয়নের শশুরের একটি পরিত্যক্ত মুরগির খামারে।

জানা গেছে, আক্রান্ত ব্যাক্ত ও তার স্ত্রী গাজিপুর থেকে ২১ মে নিজ গ্রাম চাঁদশীকারী আসলে তাদের বাড়িতে উঠতে দিতে অপারগতা প্রকাশ করেন আক্রান্ত ব্যক্তির সত মা। পরে বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের সাথে তারা যোগাযোগ করলেও চেয়ারম্যান বিষয়টি সমাধান করতে ব্যর্থ হয়। গ্রামে তারা আশ্রয় না পেয়ে পাশের গ্রাম শ্যামপুরের গ্রামে শ্বশুর বাড়ি আসলে সেখানেও গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় তাদের। পরে আক্রান্ত ব্যক্তির শ্বশুর তাদেরকে বাড়ির পাশের একটি মুরগির খামারে বসবাসের ব্যবস্থা করেন।

এদিকে ২৩ মে নমুনা সংগ্রহের পর তাদের স্বামী স্ত্রীর নমুনায় করোনা পজিটিভ রির্পোট আসলে তাদের আশ্রয়স্থলটি লকডাউন করে দেয় প্রশাসন। আক্রান্ত স্বামী-স্ত্রী মানষিকভাবে ভেঙ্গে পড়ায় উপজেলা প্রশাসন, শ্যামপুর ইউপি চেয়ারম্যান ও একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের কিছু উপহার সামগ্রী পাঠায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিনোদপুর এলাকার একজন জানান, আক্রান্তরা গাজিপুরফেরত হওয়ায় নমুনা পরীক্ষার আগেই স্থানীয়রা এবং আক্রান্ত ব্যক্তির পরিবার তাদের গ্রামে থাকতে না দেওয়ার বিষয়টি জানিয়ে দেয়। এতে করে বাধ্য হয়ে তারা মুরগীর খামারে আশ্রয় নেয়। 

অপরদিকে আক্রান্তদের দেখভালের দায়িত্বে থাকা এক গ্রাম পুলিশ জানায়, আক্রান্তদের মুরগির খামারটি সম্পূর্নরূপে লক ডাউন করা হয়েছে। তারপরও এ এলাকার গ্রামবাসীরা প্রায় আক্রান্ত দম্পতিকে  প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে স্থানান্তরের জন্য বারবার বলছে।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, আমি আক্রান্তদের প্রতি স্থানীয়দের ক্ষোভের বিষয়টি শুনেছি এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। আর স্থানীয় স্বাস্থ্য বিভাগ তাদের নিয়মিত পরামর্শ ওষুধ দিচ্ছে।