কুমিল্লার মনোহরগঞ্জে আরো চারজন করোনা আক্রান্ত

by

কুমিল্লার মনোহরগঞ্জে আজ নতুন করে আরো চারজন করোনায় আক্রান্ত হয়েছ। আক্রান্তরা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন, ঝলম (উত্তর) ইউনিয়নের চৌরাইশ গ্রামের একজন, ঝলম (দক্ষিণ) ইউনিয়নের পোমগাঁও গ্রামের একজন এবং একই ইউনিয়নের ঝলম গ্রামের একজন। এই উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। তন্মধ্যে ৬ জন সুস্থ হয়েছে। তবে এখানে করোনায় এখন পর্যন্ত কেউ মারা যায়নি।

আজ শুক্রবার বিকেলে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত রবিবার (২৪ মে) চারজনের নমুনা সংগ্রহ করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। আজ বিকেলে তাদের সকলের রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ওই চারজনের পরিবারের অন্যান্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে। 

মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী আরো জানান, এই উপজেলায় এই পর্যন্ত ৪০৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৩৮২ জনের। ২৩ জনের রিপোর্ট প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বাসা-বাড়িতে থাকার পরামর্শ দেন।