ইসিবির ৫৫ জনের তালিকায় নেই হেলস-প্লাংকেটের নাম!

by

মারকুটে ওপেনার অ্যালেক্স হেলস ও বিশ্বকাপজয়ী খেলোয়াড় লিয়াম প্লাংকেটকে বাদ রেখে দেশের মাটিতে আসন্ন মৌসুমে দ্বিপাক্ষীক সিরিজগুলোর জন্য ৫৫ জনের তালিকা ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরমধ্যে ১৩জন নতুন মুখ আছে। করোনাভাইরাসের কারণে নিজেদের ক্রিকেট মৌসুম এখনো শুরু করতে পারেনি ইংল্যান্ড। তবে আগামী জুলাই থেকে তা শুরুর আশায় রয়েছে তারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আবারো ক্রিকেটে ফেরার প্রত্যাশায় ইংল্যান্ড। দর্শক শূন্য স্টেডিয়ামে সিরিজটি অনুষ্ঠিত হবে। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে খেলোয়াড়দের ফিটনেস দেখে নিতেই ৫৫ জনের তালিকা প্রকাশ করলো ইসিবি। কারন করোনাভাইরাসের কারণে গত দুই মাসের বেশি সময় ধরে গৃহবন্দি ছিল খেলোয়াড়রা। গত সপ্তাহ থেকেই স্বল্প পরিসরে অনুশীলন শুরু করছে ইংল্যান্ডের খেলোয়াড়রা। এবার সে তালিকা বড় করে অনুশীলনের সিদ্ধান্ত নিল ইসিবি।

ইসিবির পারফরমেন্স ডিরেক্টর মো বোবাত বলেন, 'এই অবস্থায় খেলোয়াড়দের প্রশিক্ষণে ফেরাতে পেরে খুবই ভালো লাগছে এবং এ অবস্থায় আসতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে।'

অনেকেই ধারণা করেছিল, এবার দলে ফিরতে যাচ্ছেন হেলস। কিন্তু ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়োইন মরগান মনে করেন, হেলসের ফিরতে আরও সময় প্রয়োজন। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে ৩ উইকেট নিয়েছিলেন প্লাংকেট। কিন্তু এই বড় স্কোয়াডে সুযোগ হয়নি তার। এছাড়া ইংল্যান্ড 'এ' দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা অনেকেই সুযোগ পেয়েছেন এই বড় তালিকায়।