কুমিল্লার লাকসামে করোনায় মোট আক্রান্ত ৫০, মৃত্যু ১
by লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার লাকসামে করোনায় এই পর্যন্ত ৫০ জন আক্রান্ত হয়েছে। তবে এই প্রথম গতকাল একজন মারা গেছেন। মৃত ওই ব্যক্তির মেয়ের জামাইসহ পরিবারের সবাই (৬ জন) আক্রান্ত। তবে আজ কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নমুনা পরীক্ষার কোনো রিপোর্ট পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার আক্রান্ত হয়েছে ৬ জন।
আজ শুক্রবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, লাকসামে এই পর্যন্ত ৫১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। তন্মধ্যে ৪২৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। ৮৫ জনের রিপোর্ট প্রক্রিয়াধীন রয়েছে। প্রাপ্ত রিপোর্টে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং একজন মারা গেছেন। অপর ৩৭৬ জনের করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী বলেন, লাকসামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। তবে এ ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।