চমেক ফাঁড়ির ১৬ পুলিশের মধ্যে ১০ জনের করোনা পজিটিভ
by নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামচট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত ১৬ জন পুলিশ সদস্যের মধ্যে ১০ জনই করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। গত দুইদিনের নমুনা পরীক্ষায় ওই ১০ জনের পজেটিভ আসে। অপর ৬ জনের নেগেটিভ এসেছে।
শুক্রবার পর্যন্ত আক্রান্ত এসব পুলিশ সদস্যের মধ্যে সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া'র অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য আজ বিকালে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হতে পারে পুলিশ সূত্রে জানা গেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল ইসলাম ভূঁইয়া রাতে কালের কণ্ঠকে বলেন, আক্রান্তদের মধ্যে ৯ জন পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়াকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে আজকে অ্যাম্বুলেন্স করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।