খাদ্যগুদাম দুর্নীতি, কর্মকর্তাসহ বদলি ৮ কর্মী

by

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি খাদ্যগুদামে বাইরের  ৩ হাজার ৯৫০ কেজি পুরাতন চাল জব্দ করার ঘটনায় গত চারদিনেও কারও বিরুদ্ধে মামলা হয়নি। তবে দুর্নীতির প্রমান পাওয়ায়  ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াসহ সাত নিরপত্তা কর্মী বদলি করা হয়েছে। শুক্রবার ওই খাদ্য গুদামে তদন্তে গিয়ে জেলা খাদ্যকর্মকর্তা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বদলিকৃতরা হচ্ছেন, আঠারবাড়ি লোকাল সাইলো ডিপোর (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ আলী ও গুদামের আটজন নিরাপত্তা কর্মী। গত বৃহস্পতিবার জেলা খাদ্য বিভাগ থেকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। আগামী রবিবার থেকে বদলি কার্যকর হবে।

এ দিকে এক বছর আগের পুরানো চাল আঠারবাড়ি ১ নম্বর সরকারি খাদ্যগুদামে কীভাবে প্রবেশ করানো হলো। এভাবে অন্য গুদামগুলোতে চাল প্রবেশ করানো হয়েছে কিনা তা তদন্ত করে দেখার জন্য জেলা খাদ্য কর্মকর্তা মো. জহিরুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন খাদ্যবিভাগের সহকারী রসায়নবিদ উত্তম কুমার, খাদ্য নিয়ন্ত্রক (করিগরি) মো. আলাউদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, কমিটির সদস্যরা গত বৃহস্পতিবার রাতে আঠারবাড়ি এসে তিনটি গুদাম সিলগালা (একটি গুদাম আগে সিলগালা করেন ইউএনও) করেন। শুক্রবার সকাল ১০টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, তদন্ত কমিটি সদস্যরা গুদামের ভেতরে প্রবেশ করে খামালে থাকা চালের বস্তাগুলো পরীক্ষা করছেন।

প্লাস্টিক ও সরকারি সিলবিহীন বস্তায় ভরা ৭৯ বস্তা পুরানো চাল (৩৯৫০ কেজি) সরকারি খাদ্যগুদামে প্রবেশ করানো বিষয়ে জানতে চাইলে, তদন্ত কমিটির প্রধান জেলা খাদ্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তাধীন। তাই এ বিষয়ে এখনই মন্তব্য করা যাবে না। তবে এ ঘটনায় খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়াসহ তাঁকে বদলি করা হয়েছে।