করোনা আক্রান্ত দেশের প্রথম ক্রিকেটার এখন সম্পূর্ণ সুস্থ

by

দেশের ক্রীড়াঙ্গনে প্রাণঘাতী করোনাভাইরাসে প্রথম আক্রান্ত হয়েছিলেন সাবেক ক্রিকেটার এবং বর্তমান কোচ আশিকুর রহমান। এরপর গত ১২ মে মুগদা জেনারেল হাসপাতালে চলে তার চিকিৎসা। অবশেষে করোনার সাথে লড়াই শেষে জয়ী হয়েছেন আশিক। ১৭ দিন পর আজ শুক্রবার তিনি বাসায় ফিরেছেন। তবে বাসায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে আশিককে।

আশিকের করোনা ধরা পড়ার পর তার দুই সন্তান ও স্ত্রীরও করোনা পরীক্ষা করানো হয়েছিল। কিন্তু তাদের কারও শরীরে করোনা পজিটিভ হয়নি। বাংলাদেশের করোনার প্রভাব বিস্তারের পর অসহায়-দু্স্থদের সহায়তা করতে বাসার বাইরে গিয়েছিলেন আশিক। সেখান থেকে করোনায় আক্রান্ত হন বলে ধারণা করেছিলেন তিনি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক পেসার আশিক বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে অস্থায়ী কোচ হিসেবে আছেন। এছাড়া জাতীয় নারী ক্রিকেট দলের সহকারী কোচ ছিলেন তিনি। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন আশিক। শেষ বিপিএলে তিনি রাজশাহী কিংসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০২ যুব বিশ্বকাপে খেলা আশিক ১৫টি প্রথম শ্রেণীর এবং ১৮টি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন।  প্রথম শ্রেণীতে ৩৬টি ও লিস্ট 'এ'তে ২১টি উইকেট শিকার করেছেন তিনি।