দিনাজপুরে আত্রাই নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
by নিজস্ব প্রতিবেদক, দিনাজপুরদিনাজপুর বীরগঞ্জের আত্রাই নদীর জয়গঞ্জ খেয়াঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রায়িম ইসলাম (১৭) ও সৌরভ ইসলামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে বীরগঞ্জের ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে আত্রাই নদীতে তিনজন বন্ধু গোসল করতে নামে। তবে এক বন্ধু ফিরে এলেও অন্য দুজন নিখোঁজ হয়।
নিখোঁজ রায়িম ইসলাম ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার গড়েয়া এলাকার সরকার পাড়ার বাবুল ইসলামের ছেলে। সে ঠাকুরগাঁও জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। অন্যজন সৌরভ ইসলাম
একই এলাকার নাজমুল ইসলামের ছেলে গড়েয়া ডিগ্রি কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় লোকজনের সহযোগিতায় সৌরভকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দেড় ঘণ্টার চেষ্টায় রায়িমের লাশ পানি থেকে উদ্ধার করতে সক্ষম হয়।
(ঢাকাটাইমস/২৯মে/কেএম)