রাজবাড়ীতে আরো পাঁচজন বাড়ল করোনা রোগী

by

রাজবাড়ীতে আরো পাঁচজন করোনা পজিটিভ রোগী বৃদ্ধি পেছে। এ নিয়ে রাজবাড়ীতে মোট ৫৮ জন শনাক্ত হলো। 

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, গত ২৬ মে পাঠানো ১০৩টি স্যাম্পলের রিপোর্ট শুক্রবার তিনি হাতে পেয়েছেন। এর মধ্যে পাঁচজন করোনা পজিটিভ। সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে তিনজন, বালিয়াকান্দির ইসলামপুরের একজন, গোয়ালন্দের উজানচরের একজন।
 
তিনি আরো বলেন, জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ৫৩ জন। এর মধ্যে ২৩ জন হাসপাতালে ভর্তি এবং অন্যরা হোম আইসোলেশনে তাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।