'পাকিস্তানকে বিদায় করতে ইচ্ছে করে হেরেছিল ভারত'
by কালের কণ্ঠ অনলাইনবার্মিংহামে অনুষ্ঠিত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে ভারত এবং ইংল্যান্ডের ম্যাচ প্রসঙ্গে বেন স্টোকের লেখা বই 'অন ফায়ার' এর একটি মন্তব্য নিয়ে সোশাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। এই বইতে লেখা একটি মন্তব্য নিয়ে টুইটারে আলোচনার শুরু করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার সিকন্দর বখত। তার দাবি, বেন স্টোক তার বইতে লিখেছেন যে ২০১৯ বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বের করে দিতেই ইংল্যান্ডের কাছে ইচ্ছে করে হেরেছিল ভারত!
বার্মিংহামের সেই ম্যাচে ৩৩৭/৭ রান তোলে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৩১ রানে পরাজিত হয় ভারত। সেই ম্যাচ নিয়ে নতুন করে আলোচনার আওয়াজ বেন স্টোকস পর্যন্ত পৌঁছে গেছে। সাথে সাথে তিনি টুইট করে বইতে এ ধরনের কোনো কথা লেখার বিষয়টি অস্বীকার করেন। তিনি লিখেছেন, 'আমার লেখার ভুল ব্যাখা করা হয়েছে এবং কথা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা বইয়ে এই লেখা পাবেন না। কারণ আমি এ ধরণের কোনো কথা বলিনি।'
স্টোকের বইতে সেই ম্যাচের কথা উল্লেখ করে বলা হয় যে, কোহলির দল বিশেষ কোনো কৌশল নিয়ে খেলছিল। বিশেষ করে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং নিয়ে বইতে তিনি লিখেছেন, 'ভারতের যখন ১১ ওভারে ১১২ রান প্রয়োজন ছিল, তখন ধোনি খেলতে নামে। কিন্তু বাউন্ডারির বদলে সে শুধু সিঙ্গেলস নিচ্ছিল। আমার মতে ১২ বল বাকি থাকতেই এই ম্যাচ জিততে পারত ভারত। হয়তো তাদের খুব একটা চেষ্টা ছিল না। কিন্তু আমার কেন জানি মনে হয় ভারত ওই ম্যাচ জিততে পারত।'