মুন্সীগঞ্জে নতুন ৩৫ জনের করোনা

by

মুন্সীগঞ্জে শুক্রবার আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো ৬৬০ জনের। এ ছাড়া শুক্রবার ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে লৌহজং উপজেলায় ৬ জন এবং টঙ্গীবাড়ি উপজেলায় ২জন সুস্থ হয়ে বাড়ি ফিরে। জেলায় মোট সুস্থ হয়েছেন ১৯৩ জন এবং মারা গেছেন ১৯ জন। মুন্সীগঞ্জ সদর উপজেলাই ৩১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, শুক্রবার বিকালে ২০৭ জনের রিপোর্ট আসে। নতুন পজেটিভ আসা ৩৫ জনের মধ্যে সদর উপজেলায় ২২ জন, লৌহজংয়ে ১০ এবং গজারিয়ায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার মুন্সীগঞ্জ সদরের কোন রিপোর্ট আসেনি। এ ছাড়া গজারিয়া ও শ্রীনগর উপজেলায় কারও করোনা শনাক্ত হয়নি।

তিনি জানান, এ পর্যন্ত ৪০৭১ টি সোয়াব পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৩৭০৯ জনের। এখনও ৩৬২টি রিপোর্ট পেন্ডিং আছে।