করোনা: রূপগঞ্জে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৬০ জন

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/700x0x1/uploads/media/2015/12/11/5349bfb36e3f075ebcbbf642f94f52fc-Narayanjang.jpg
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ ৬০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪৪ জন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছে ১১ জন।

শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফয়সাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

ডা. ফয়সাল আহমেদ আরও জানান, এখন পর্যন্ত উপজেলা থেকে মোট ২০৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে মোট পজিটিভ এসেছে ৩৪৪ জনের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। নতুন আক্রান্ত ৬০ জনকে তাদের আক্রান্তের বিষয়টি জানিয়ে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে কেউ যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে থাকতে চান, তাদের থাকার ব্যবস্থা করা হবে।