৪ বছর ধরে গরিবের চাল খাচ্ছেন আওয়ামী লীগ নেতা

by

নীলফামারীর ডোমারে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় প্রায় চার বছর ধরে বিতরণকৃত গরিবের চাল আত্মসাৎ করছে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য। এমনটাই অভিযোগ করছেন এলাকাবাসী। এ ব্যাপারে গত মঙ্গলবার (২৮ মে) বিকালে উপজেলা নিবার্হী অফিসারের নিকট অভিযোগ করেছে এলাকাবাসী। করোনার এ দুর্যোগ সময়ে এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে।

জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজির চাল উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগী জুয়েল (কার্ড নং ১৬৭), রশীদ (কার্ড নং ২০৮), জাহেদা (কার্ড নং ২১৬) অনুমোদন হয় ২০১৬ সালের ৩১ অক্টোবর। প্রতিটি কার্ডধারী সুবিধাভোগী প্রতিমাসে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল নিতে পারে। বিষয়টি কার্ড ধারীদের অবগত না করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের অগোচরে ইউপি সদস্য জিয়াউর রহমান বাবুজি এব‍ং ডিলার ও কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ীমী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাধীনের যোগসাজসে দীর্ঘদিন থেকে চাল আত্মসাৎ করে আসছে তারা দুজন। এমন অবস্থায় গত ১৯ মে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম দিপু বিতরণের জন্য সকল কার্ড ইউপি সদস্যদের নিকট হতে জমা নিয়ে সুবিধাভোগীদের মাঝে বিতরণ করেন। এতে বঞ্চিত সুবিধাভোগীর মধ্যে বিষয়টি জানাজানি হলে ডিলার ও ইউপি সদস্য বঞ্চিত সদস্যদের ম্যানেজ করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এলাকাবাসী জানায়, প্রতিটি নিয়ে তদন্ত করলে ওদের অনেক অনিয়ম বের হবে।

এ ব্যাপারে রশীদের বাবা বুলু জানান, আমার ছেলে বাহিরে (ভারতে কেরালায়) থাকে। ১৭ বার হল চাল উঠেছে , আমরা এবার মানে একবার পাইছি। ইউপি অফিসে যেয়ে মোর ছেলের ছবি দেখি টের পাইছি। তারপরে ওমাক (স্বাধীন) ধরলে কার্ড দিলেই একবার পাইছি।

এ ব্যাপারে কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাধীন জানান, তারা তো কোথাও অভিযোগ করেনি। তারা ১৭ বারই চাল পেয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম দিপু তিনটি কার্ডের বিষয়ে জানান, ১৯ তারিখের বিতরণের আগে সব কাডধীর্রা কারা জানার জন্য মেম্বারদের নিকট হতে জমা নেই। নিজে সব সদস্যদের হাতে পৌঁছে দেই। তখনই বিষয়টি জানাজানি হয়। আমি উপর মহলকে জানাইছি। তারা আইনগত ব্যবস্থা নেবে।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার শাহিনা শবনম জানান, অভিযোগ পেলাম, ওরা লিখিত দিচ্ছে। ডিলার শীপ বাতিল করা হবে। ইউপি সদস্যর বিষয়েও আইনগত ব্যবস্থা নেব।