https://www.somoynews.tv/img/upload/medium/ashraful-216276.jpg

ছেলের বাবা হলেন আশরাফুল

by

দ্বিতীয়বার সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শুক্রবার (২৯ মে) রাজধানী স্কয়ার হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন তার স্ত্রী অনিকা তাসলিমা অর্চি। মুঠোফোনে সময়নিউজকে নিশ্চিত করেছেন আশরাফুল।

তিনি বলেন, ছেলে সন্তানের বাবা হয়েছি। ছেলে ও মা দুজনই সুস্থ রয়েছে। দোয়া করবেন।

এর আগে, চলতি মাসে বাবা হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন এবং সাকিব আল হাসান।

উল্লেখ্য, ২০১৫ সালের ১১ ডিসেম্বর অনিকা তাসলিমা অর্চির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ আশরাফুল। তাদের ঘর আলোকিত করতে পরের বছরের সেপ্টেম্বরে জন্ম নেয় মেয়ে আরিবা তাসনিম আশরাফুল।


২০১৩ সালে ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বাংলাদেশের তারকা এ ব্যাটসম্যান। নিষেধাজ্ঞা কেটে গেলেও এখনো জাতীয় দলে ফিরতে পারনেনি। ফিক্সিংয়ে জড়ানো আগে ওয়ানডেতে ১৭৮ ম্যাচে ডানহাতি এই ব্যাটসম্যান ৩ হাজার ৪৬৮ রান করেছেন। এখন পর্যন্ত ৬১ টেস্টে মোট ২ হাজার ৭৩৭ রান তুলেছেন।

অন্যদিকে টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচে ৪৫০ রান করেন তিনি।