নদীতে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু, স্কুলছাত্র নিখোঁজ
by দিনাজপুর প্রতিনিধিদিনাজপুরের বীরগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে সৌরভ ইসলাম (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাহিম ইসলাম (১৬) নামে অপর এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছেন। শুক্রবার দুপুর দেড়টায় বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে এই ঘটনা ঘটে।
বিকাল সাড়ে ৩টায় ওই খেয়াঘাট থেকে ঠাকুরগাঁও জেলার গড়েয়া সরকারপাড়ার নাজমুল ইসলামের ছেলে গড়েয়া ডিগ্রী কলেজের ছাত্র সৌরভ ইসলামের লাশ উদ্ধার হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত একই এলাকার বাবুলের ছেলে ঠাকুরগাঁও জিলা স্কুলের ছাত্র রাহিম নিখোঁজ রয়েছে।
খানসামা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাজমুল হক জানান, নদীটি দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত। দুপুর দেড়টায় ২ বন্ধু সৌরভ ও রাহিম খেয়াঘাটে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে খানসামা ফায়ার সার্ভিসের একটি টিম খেয়াঘাটে অভিযান শুরু করে। বিকাল সাড়ে ৩টায় স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় সৌরভের লাশ উদ্ধার করা হয়।