https://www.somoynews.tv/img/upload/medium/mamata-201182-216262.jpg

৮ জুন থেকে সরকারি-বেসরকারি অফিস খুলছে পশ্চিমবঙ্গে

by

পশ্চিমবঙ্গে আগামী ৮ জুন থেকে সরকারি এবং বেসরকারি সকল সংস্থাকে খোলার নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আগামী পয়লা জুন থেকে রাজ্যটির সব ধর্মীয় স্থান খোলার নির্দেশ দিয়েছেন তিনি। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে উপাসনালয়গুলোতে দশজনের বেশি লোকের সমাগম হতে পারবে না বলেও নির্দেশনায় তিনি উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা সম্পর্কে তার নিয়মিত সাংবাদিক বৈঠকে শুক্রবার (২৯ মে) বিকেলে তার কর্মস্থল নবান্নে এ কথা বলেন।

মমতা বলেন, একদিকে কোভিড অন্যদিকে সুপার সাইক্লোনকে মোকাবেলা করা হচ্ছে। আবার মহারাষ্ট্র থেকেও পশ্চিমবঙ্গে ফিরছেন আটকে থাকা পশ্চিমবঙ্গের ৫০ হাজারেরও বেশি শ্রমিক শ্রেণীর মানুষ। তাদেরকেও নিরাপদে যার যার বাড়িতে পৌঁছে দিতে হচ্ছে এবং একই সঙ্গে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পয়লা জুন থেকে চা এবং জুটমিলে ১০০ ভাগ শ্রমিক নিয়ে কাজ শুরু করতে হবে। 


পশ্চিমবঙ্গ সরকার সুপার সাইক্লোন এর ক্ষয়ক্ষতি মোকাবেলায় সাড়ে ৬ হাজার কোটি টাকার একটি ফান্ড তৈরি করেছে বলেও দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি সুপার সাইক্লোন ক্ষতিগ্রস্তদের বিভিন্নভাবে আর্থিক সাহায্য করার ঘোষণা দেন।