অ্যাপাচি আরটিআরের দাম বাড়ল
by অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমসঅ্যাপাচি আরটিআর বিএসসিক্স ১৬০ ভার্সন ফোরের দাম বেড়েছে। ভারতে এই মডেলের দাম ২৫০০ রুপি বেড়েছে।
গত বছর নভেম্বরে এই মডেলের মোটরসাইকেল ভারতে লঞ্চ হয়েছিল।
টিভিএস অ্যাপাচি আরটিআর ভার্সন ফোর বিএস সিক্সে রয়েছে ১৫৯.৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৫.৮ বিএইচপি শক্তি আর ১৪.১২ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।
(ঢাকাটাইমস/২৯মে/এজেড)