হার্টের সমস্যা নিয়ে নার্সের মৃত্যু, নমুনা সংগ্রহ
by কুষ্টিয়া প্রতিনিধিকুষ্টিয়ার ভেড়ামারায় হার্ট ও ডায়াবেটিস সমস্যা নিয়ে অবসরপ্রাপ্ত একজন নার্সের (৭০) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার ধরমপুর ইউনিয়নের ধরমপুর গ্রামে তিনি মারা যান। করোনা রোগী সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
স্থানীয় ধরমপুর গ্রামের ইউপি সদস্য মো. জিয়াউর রহমান জানান, কিছুদিন আগে ফাতেমা খাতুন ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ধরমপুর গ্রামে তার জামাই সোয়াব আলীর বাড়িতে আসেন। তিনি আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার তিনি ভেড়ামারা শহরের একজন হার্টের চিকিৎসককে দেখিয়েছিলেন। শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহের পর স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল আমীন জানান, ধরমপুর গ্রামে অবসরপ্রাপ্ত একজন নার্স হার্ট ও ডায়াবেটিস সমস্যা নিয়ে মারা গেছেন। তবে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তিনি করোনা নেগেটিভ না পজিটিভ।