দিরাইয়ে ট্রলিচাপায় শিশুর মৃত্যু

by

সুনামগঞ্জের দিরাইয়ে অবৈধ ট্রলির (সেলো মেশিন চালিত গাড়ী) চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু তানজিনা (১০) জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের কান্দবপুর গ্রামের রুপায়েল মিয়ার কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষ্যে গতকাল (বৃহস্পতিবার) শিশুটি তার ফুফুর বাড়ি রফিনগর গ্রামে বেড়াতে আসে। আজ বাড়ির সামনে রাস্তার পাশে খেলা করা অবস্থায় বেপরোয়া ট্রলি গাড়িটি তাকে চাপা দেয়। গুরুতর আহতবস্থায় স্থানীয়রা শিশুটিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, ঘাতক চালক রফিনগর গ্রামের জিতু মিয়ার পুত্র আলকারিয়া ও ট্রলি গাড়িটি পুলিশ হেফাজতে আছে।