https://www.somoynews.tv/img/upload/medium/kol-29may-216246.jpg

করোনার হটস্পট ভারতে মানা হচ্ছে না কোন স্বাস্থ্যবিধি

by

সুপার সাইক্লোন আম্পানের আঘাতের পর ভারতের পশ্চিমবঙ্গে কমে গেছে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রবণতা। রাস্তাঘাট ও দোকানপাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এর মধ্যেই, গেল দুদিন ধরে ভারতের কোভিড হাব বলে পরিচিত মহারাষ্ট্রে আটকে পড়া ৫০ হাজার শ্রমিক রাজ্যে ফিরে আসায় তাদের অনেকের শরীরে শনাক্ত হচ্ছে কোভিট নাইন্টিন। এদিকে, আগামী ৩১ মে শেষ হতে যাওয়া চলমান লকডাউনের মেয়াদ পঞ্চম দফায় বাড়ানো নিয়ে আজই চূড়ান্ত বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (২৯ মে) সকালের উত্তর চব্বিশ পরগণার একটি বাজারে দেখা যায় মানুষের ভিড়। দেখে বোঝার উপায় নেই দেশটিতে চলছে লকডাউন। মুখে নেই মাস্ক, মানা হচ্ছে না কোন ধরনের স্বাস্থ্যবিধিও।

এরমধ্যেই, মহারাষ্ট্রে আটকে পড়া শ্রমিকরা রাজ্যে নিজ বাড়িতে ফিরতে শুরু করায় সংক্রমণ বাড়ছে তাদের মধ্যেও। সবশেষ রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী সুজিত বসুও আক্রান্ত হয়েছেন কোভিড নাইন্টিনে।

এদিকে, চলমান লকডাউনের মেয়াদ আরেক দফা বাড়বে কিনা, সে বিষয়ে চূড়ান্ত ঘোষণা রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিয়মিত রেডিও ভাষণে আসতে পারে বলে জানা গেছে।


করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে এরইমধ্যে চীনকে ছাড়িয়েছে ভারত, যা প্রতিনিয়তই উদ্বেগ বাড়াচ্ছে জনমনে।