ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের অনুদান দিলেন নৌ প্রতিমন্ত্রী

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/700%20x0x1/uploads/media/2020/05/29/dba32dfc45744320d4ed39c10bb64e90-5ed12d10dd36d.jpg

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দিনাজপুর জেলার বোচাগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৯ মে) পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

এসময় ক্ষতিগ্রস্তদের অভয় দিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আপনাদের সঙ্গে আছে। তিনি হৃদয় দিয়ে আপনাদের দুঃখ অনুভব করেন। তিনি বাংলাদেশকে অনুভব করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনুভূতির নাম। বঙ্গবন্ধুর পরে বাংলাদেশের মানুষ এমন আপন নেতৃত্ব আর পায়নি। তিনি বাংলাদেশকে আবারও বিশ্ব আসনে সমাদৃত করেছেন।'

করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার জন্য অনুদান দিয়েছেন, প্রতি মসজিদে ইমামদের জন্য অনুদান দিয়েছেন। খেটে খাওয়া, অসহায় দিনমজুরদের মোবাইলের মাধ্যমে অনুদান দিয়েছেন। মানুষকে অনুভব করেন বলেই গত দুই মাসেরও বেশি সময় ধরে ত্রাণ সহায়তা দিয়ে তিনি দেশের খাদ্যাভাব দূর করেছেন।'

এদিন নৌ প্রতিমন্ত্রী উপজেলার ইশানিয়া ও নাফানগর ইউনিয়নের ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত শালবাগানও তিনি দেখতে যান। ক্ষতিগ্রস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেন। ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা করে অনুদান দেন।