সোনাগাজীতে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/600x0x1/uploads/media/2016/01/20/8723f12db7d9ab8e668162f2a374b7ee-.jpg
ফেনী

সোনাগাজী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ইছহাক খোকন জানান, আটদিন আগে চট্টগ্রাম থেকে জ্বর ও কাশি নিয়ে ওই যুবক এলাকায় আসেন। দিন দিন তার অবস্থা খাবাপ হলে বৃহস্পতিবার বিকালে তিনি মৃত্যুবরণ করেন। বিকালে বিশেষ ব্যবস্থায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। তিনি চট্টগ্রামে একটি কারখানায় কর্মরত ছিলেন।