ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
by ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে সাহায্যের জন্য এগিয়ে আসলে শফিকুল ইসলাম (৩৩) নামের আরেক যুবক মারাত্মকভাবে আহত হয়। শিলখুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন (ইউসুফ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত আবদুর রশিদ উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর তিলাই (হরির ধাম) গ্রামের আব্দস সবুর এর পুত্র। সে উত্তর তিলাই রুহুল ইসলাম দাখিল মাদরাসার পিয়ন পদে কর্মরত ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, সেচ পাম্পের লাইন বাড়িতে এনে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় রশিদ। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।