নামে শরীফ, কামে বদমাশ
by চাঁদপুর প্রতিনিধিনাম মো. শরীফ। তবে তার নামেই অভিযোগ অনেক। আন্তঃজেলা তালিকাভুক্ত কুখ্যাত মাদক কারবারি, মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং ১০ মামলার পলাতক আসামি তিনি। এই শরীফকে গেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা এলাকা থেকে থানা পুলিশ আলোচিত এই আসামিকে বেশকিছু ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ইয়াবার একটি চালান নিয়ে মো. শরীফ ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থান করছে। গোপনে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে গ্রেপ্তার করা হয় তাকে। ফরিদগঞ্জ উপজেলার ৬ নম্বার গুপ্টি ইউনিয়নের ষোলদানা গ্রামের ওয়াজী উল্লাহর ছেলে মো. শরীফ।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক নুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আলোচিত আসামি মো. শরীফকে (২৯) গ্রেপ্তার করে।
ওসি আরো জানান, এই আসামির বিরুদ্ধে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার কয়েকটি থানায় ১০টি মামলা রয়েছে। মাদক কারবারি এবং মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত এসব মামলায় মো. শরীফ দীর্ঘদিন পলাতক ছিল।