যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গের মৃত্যুর বিক্ষোভে থানায় অগ্নিসংযোগ
by কালের কণ্ঠ অনলাইনযুক্তরাষ্ট্রে পুলিশের নিপীড়নে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিস শহরে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীরা মিনিয়াপলিসের একটি থানায় আগুন জ্বালিয়ে দেয়।
মিনিয়াপলিসের বিক্ষোভে অংশ নিয়েছে কয়েক হাজার আন্দোলনকারী। একদিকে থানার ভেতরে ফায়ার অ্যালার্ম বেজে চলছে। অন্যদিকে বিক্ষোভকারীরা উল্লাস করছে। এমন দৃশ্য বৃহস্পতিবার রাতের। পুলিশের বেষ্টনী ঘিরে লোকজন আতশবাজি করছে। তবে কোথাও কোনও সাইরেনের শব্দ নেই। তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপন কর্মীরাও কোন ব্যবস্থা নেইনি। স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদও বিক্ষোভ শান্ত হওয়ার কোনও লক্ষণ দেখা যায়নি।
সিএনএনের প্রতিবেদক জানান, পুলিশ বুদ্ধি করেই পাল্টা বলপ্রয়োগ করেনি। তাদের পাল্টা আক্রমণ পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলত।
গেল ২৫ মে শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তার হাতে ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়। ওই হত্যাকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে আন্দোলন তীব্রতা পায়। মঙ্গলবার থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে শহর জুড়ে। বিক্ষোভকারীর দফায় দফায় ১৬ টি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়।