করোনায় ঢাকা বিভাগে ১০ মৃত্যু

by

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন রয়েছেন। 

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

নতুন ২৩ জন নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৮২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৫২৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করে ডা. নাসিমা বলেন, ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে নয় জন, রংপুর বিভাগে দুজন, বরিশাল বিভাগে একজন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।

এলাকাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটিতে চারজন, ঢাকা জেলায় (সিটির বাইরে) একজন, নারায়ণগঞ্জের দুজন, মুন্সীগঞ্জের একজন, মানিকগঞ্জের একজন এবং কিশোরগঞ্জের একজন রয়েছেন।