পত্নীতলায় ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

by

নওগাঁর পত্নীতলায় ঘাতক ট্রাক-ট্রলির সংঘর্ষে ঘটনাস্থলে মারা গেছে আপন দুই ভাই। আজ শুক্রবার সকাল ৭ টার দিকে উপজেলার খড়াইল মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পত্নীতলা থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে একটি ধান বোঝাই ট্রলি চকমমিন হতে মধুইল বাজারে যাওয়ার রওনা দেয়। পথে খড়াইল মোড় নামকস্থানে একটি ট্রাক সজোরে ওই ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় ট্রলির উপর বসে থাকা উপজেলার চকমমিন গ্রামের মৃত ইজাহার আলীর দুই ছেলে মহিবুল ইসলাম (৪২) ও আনোয়ার হোসেন (৩৫) ঘটনাস্থলে মারা যায়। ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। 

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধর করে সুরতহাল রিপোর্ট করে। কোন অভিযোগ না থাকায় দুই ভাইয়ের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।