ভারত থেকে শূকর আমদানি বন্ধ করল চীন
by আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমসশূকরের মাংস খাওয়ায় সারা পৃথিবীর মধ্যে প্রথমে রয়েছে চীন। সেদেশে প্রতি বছর যত শূকর লাগে মাংসের জন্য, তার একটা বড় অংশ আমদানি করা হয় ভারত থেকে। এবার আফ্রিকান সোয়াই ফ্লু আতঙ্কে সে আমদানির উপর নিষেধাজ্ঞা চাপাল চীন।
চিনের শুল্ক ও কৃষি মন্ত্রী ঘোষণা করেছেন, ভারতে শূকরে বাড়ছে আফ্রিকান ফ্লু-এ আক্রান্ত হয়ে মৃত্যু। এই অবস্থায় সেখান থেকে শূকর আমদানি করা যাবে না।
চীনের একটি সংবাদমাধ্যম, গত কয়েক দিনে আসাম থেকে যে খামারের এবং বন্য শূকর চীনে পাঠানো হয়েছে, তার মধ্যে অনেকগুলির এই অসুখ ধরা পড়েছে। তারপরই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে চীনের শুল্ক দফতর এবং কৃষি ও গ্রামীণ মন্ত্রণালয়। আমদানির বদলে শূকর উৎপাদনে জোর দিতে বলেছে চীন।
ঢাকা টাইমস/২৯মে/একে