পাকিস্তানের বিপক্ষে ম্যাচে চাপে পড়ে যাই : ধাওয়ান
by কালের কণ্ঠ অনলাইনভারত-পাকিস্তান ম্যাচ মানেই তুমুল উত্তেজনা। রাজনৈতিক কারণে এখন এই দ্বৈরথ খুব কম দেখা যায়। ২০১৫ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দর্শকদের বিদ্রুপের শিকার হতে হয়েছিল ভারতের বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ানকে। অ্যাডিলেড ওভালে পাকিস্তানের সমর্থকরা তাকে বিদ্রুপ করেছিলেন। বলা হয়েছিল, ১৫ রানের বেশি তিনি করতে পারবেন না। ওই সময় ফর্মেও ছিলেন না তিনি। কিন্তু দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে সেইসব দর্শকদের জবাব দেন।
ধাওয়ান বলেছেন, 'পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পরিস্থিতির কারণেই চাপে পড়ে যাই। একেবারেই অন্য ধরনের অনুভূতি হয়। অ্যাডিলেডে ২০১৫ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের কথা মাথায় আসছে। তখন আমার ফর্মও ভালো ছিল না। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও ভাল খেলিনি। বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে। যখন মাঠে ঢুকছি, পাকিস্তানি সমর্থকরা চেঁচাচ্ছিল, তুই তো ১৫ রানেই আউট হয়ে যাবি।'
বিশ্বকাপে কখনই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ২০১৫ বিশ্বকাপেও তাই হয়েছিল। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ৩০১ রান। বিরাট কোহলি সেঞ্চুরি করেছিলেন। জবাবে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২২৪ রানে। ম্যাচের সেরা হন কোহালি। ধাওয়ান খেলেন ৭৬ বলে ৭ চার ১ ছক্কায় ৭৩ রানের দুর্দান্ত ইনিংস। এরপর বদলে যায় পরিস্থিতি। ধাওয়ানের ভাষায়, 'আমি ওদের কথা গায়ে না মেখে ব্যাটিংয়ে মনযোগ দেই। ওই ম্যাচে ৭৩ রান করেছিলাম। এরপর যখন প্যাভিলিয়নে ফিরছি, তখন ওই লোকগুলোই আমাকে হাততালি দিয়েছিল'