https://www.somoynews.tv/img/upload/medium/flight-start-216232.jpg

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্তে স্বস্তি

by

আড়াই মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে দেশের এভিয়েশন খাতে।

তবে, সামাাজিক দূরত্ব নিশ্চিতে উড়োজাহাজের অর্ধেক আসন ফাঁকা রাখাসহ নানা নির্দেশনা মানতে হবে বিমানসংস্থাগুলোকে। এতে যাত্রীদের গুণতে হবে বাড়তি ভাড়া।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মার্চের শেষ দিকে চীন ছাড়া সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় সিভিল এভিয়েশন। প্রায় আড়াই মাস বন্ধ রাখার পর স্বাস্থ্য বিধি নিশ্চিতের ৩৫টি নির্দেশনা জারি করে ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সিভিল এভিয়েশন।

নতুন নির্দেশনা অনুযায়ী যাত্রীদের বাধ্যতামূলকভাবে পরতে হবে হ্যান্ড গ্লাভস ও মাস্ক। দেহে তাপমাত্রা বেশি থাকলে তার যাত্রা বাতিল করা হবে। পাশাপাশি সিটে বসানো যাবে না কোনো যাত্রী। ককপিট ও কেবিন ক্রুদের পরতে হবে পিপিই।


ইতিমধ্যে বিমানবন্দরের প্রতিটি ফটকে জীবাণুনাশক চেম্বার বসানো ও সামাজিক দূরত্ব নিশ্চিতে ফুট মার্কিংয়ের ব্যবস্থা সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এইচ এম তৌহিদ উল আহসান বলেন, এয়ার লাইন্সের পক্ষ থেকে যাত্রীদেরকে মাস্ক ও হ্যান্ডগ্লাভস দিতে হবে। হ্যান্ড স্যানিটাইজার দিতে হবে।

সিভিল এভিয়েশনের নীতিমালা মেনে ফ্লাইট চালুর জন্য প্রস্তুত এয়ারলাইন্সগুলোও। নির্দেশা অনুযায়ী প্রতিবার অবতরণের পর জীবাণুমুক্ত করতে হবে উড়োজাহাজ। এ অবস্থায় পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেন, আমরা নিচের ফেয়ারের টিকিট আর বিক্রি করতে পারবো না। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, ভাড়া বাড়াবো না। তবে উচ্চ পর্যায়ের টিকিট বিক্রি করবো।

প্রাথমিকভাবে শুধু ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুট ফ্লাইট চলবে। থার্মাল স্ক্যানার বসানো ও স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত হলে পরে অভ্যন্তরীণ বাকী চারটি রুটেও ফ্লাইট চালু করা হবে।