পুত্র সন্তানের বাবা হলেন আশরাফুল
by ক্রীড়া প্রতিবেদক, ঢাকাআবারও বাবা হলেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আজ বিকেলে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন আশরাফুলের স্ত্রী আনিকা তাসলিমা। এবার আশরাফুল-আনিকা দম্পতির কোলজুড়ে এসেছে ছেলে সন্তান।
আশরাফুল জানিয়েছেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে মা ও ছেলে দুইজনই এখন সুস্থ আছেন। নিজের পরিবারের মঙ্গল কামনা করে সবার আছে দোয়া চেয়ে তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ্, ৫.১৫ মিনিটে ছেলে হয়েছে। মা ও ছেলে দুইজনই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।'
এর আগে ২০১৬ সালে প্রথম কন্যা সন্তানের বাবা হন আশরাফুল। ২০১৫ সালের আশরাফুল আর আনিকা বিবাহবন্ধনে আবদ্ধ হন।