ওসিসহ আশুলিয়া থানার পাঁচ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
by সাভার প্রতিনিধিভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপুসহ আশুলিয়া থানার পাঁচ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সকালে ওসি নিজেই বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বর্তমানে আশুলিয়া থানায় তার কক্ষে হোম আইসোলেশনে রয়েছেন।
রিজাউল হক বলেন, 'গত দুই তিন ধরে শরীরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে করোনার নমুনা পরীক্ষা করতে দিই। সকালে জানতে পারি আমার করোনা পজিটিভ। আমার সঙ্গে এই থানার আরও চার পুলিশ সদস্যের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। আরও ১০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।'
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৩৮৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪১ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ছয় জন।