সিলেট-ঢাকা সড়কে গাঁজাসহ পিকআপ আটক

by

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার বেতবাড়িয়া এলাকায় গাঁজাসহ একটি পিকআপ আটক করা হয়েছে। শুক্রবার ভোরে র‌্যাবের এ অভিযানে দুইজন আটক হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটককৃতরা হলো, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসাবিল এলাকার গোলাপ মিয়ার ছেলে মো. আলী হোসেন এবং আব্দুল মালেকের ছেলে মো. জামাল। অভিযানে পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১১-৪০৮৯) থেকে ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব ভৈরব ক্যাম্পের কম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের, সিনিয়র সহকারি পরিচালক চন্দন দেবনাথ ও এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে ভোরে বেতবাড়িয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের অভিযান চালানো হয়। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে মাদকবহনকারি পিকআপ ঢাকায় যাওয়ার খবরে এ অভিযান চালানো হয়। এ সময় পিকআপ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।