নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৪২ করোনা রোগী শনাক্ত

by

নারায়ণগঞ্জ জেলায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪২ জন কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত করা হয়েছে।

আজ শুক্রবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ জেলায় করোনায় দু’জনের মৃত্যু হয়েছে। এক সময়ে আক্রান্ত ১৫ ব্যক্তি সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭২৪ জন।

এখন পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় মোট ২ হাজার ৫৩২ জনের ফলাফলে পজিটিভ এসেছে। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হয়েছে ৭৭ জনের।