আমি গৃহবন্দী নই
by আশরাফুন নাহার লিউজাগৃহে আছি, নিরাপদে আছি,
রোগাক্রান্ত মানুষের সুস্থতার প্রার্থনায়
সুন্দর স্বপ্ন নিয়ে বেঁচে আছি।
আমি ঘরে আছি, তাই শান্তিতে-
নিরাপদে আছে
ফুল, পাখি, প্রজাপতি, গাছগাছালি
মহানন্দে কাটছে সাঁতার সামুদ্রিক মাছ,
রাজপথে হেঁটে বেড়াচ্ছে কাঠবিড়ালি।
বসন্তে ফুটেছে চেরি ভেতরের পুরোটা
রং ছড়িয়ে
নানা রঙের টিউলিপ মাথা উঁচু করে
দেখছে
ঝকঝকে নীল আকাশ।
মুক্তবিহঙ্গ নির্ভয়ে ডানা মেলে উড়ছে
তাদের উৎপাত করা যান্ত্রিক বাহনের
আনাগোনা নেই।
আমি ঘরে আছি, তাই সদ্য জেগে
ওঠা সবুজ ঘাসেরা
গাইছে গান, ব্যাঙবাহিনী ব্যস্ত
বাদ্যযন্ত্র নিয়ে!
ভয়ে লুকিয়ে থাকা বনবিড়ালের দল
মুগ্ধ শ্রোতার মতো শুনছে পাতার বাঁশি।
বহুদিন পর ফড়িং আর টিকটিকির
মহামিলনে
হাততালি দিচ্ছে রাজহাঁস।
আমি ঘরে আছি, তাই সমুদ্রের ঢেউ
তাল হারাচ্ছে না
নোনাবালিকে করছে আলিঙ্গন সুরে সুরে,
রোদের গায়ে হেলান দিয়ে করছে
বাতাস বিশ্রাম,
শঙ্খচিলেরা উল্লাসে মেতে আছে।
আমি ঘরে আছি, তাই কাদামাটির
বুকে জন্ম নিচ্ছে
নাম না জানা অসংখ্য ফুল,
বনের মৌমাছিরা আজ আনন্দে
আত্মহারা।
আমি ঘরে আছি, নিরাপদে আছি,
ভয়াবহ ব্যাধি রোধের চেষ্টায় নিয়োজিত
শ্রমিক আমি
ভালোবাসার স্পর্শহীন উষ্ণতা ও
প্রার্থনায় রেখেছি
সৃষ্টির সেরা মানবজাতি।
আমি ঘরে আছি
নিরাপদ আর শান্তিতে আছে
আমার প্রিয় ধরিত্রী;
আমি গৃহবন্দী নই।