প্রতিবেশীর ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার
by ঠাকুরগাঁও প্রতিনিধিঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় রিমা আক্তার (৬) নামে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার (২৮ মে) বিকালে উপজেলার বকুয়া ইউনিয়নের কাশুয়া পাড়া গ্রামে প্রতিবেশী আব্দুল বারেকের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রিমা আক্তার ওই এলাকার মিরাজুল ইসলামের মেয়ে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান এসব তথ্য জানান।
নিহত রিমার বাবা মিরাজুল ইসলামের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার সকালে নাস্তা খাওয়ার পর বাড়ির পাশে খেলা করছিল রিমা। দুপুরের খাওয়ার সময় হলে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি ও খোঁজাখুঁজি করছিলেন। এ সময় প্রতিবেশী আব্দুল বারেকের ঘরে খুঁজতে গিয়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে পুলিশে খবর দিলে মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে শ্বাসরোধ করে শিশুটিকে মেরে ফেলা হয়েছে। ঘটনার পর থেকে প্রতিবেশী আব্দুল বারেক ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।