https://www.somoynews.tv/img/upload/medium/gari-216188.jpg

ঢাকাগামী মানুষের ভোগান্তির অন্ত নেই

by

ঈদ উদযাপন শেষে আবারও কর্মস্থল ঢাকায় ফিরছেন মানুষ। গণপরিবহণ না থাকায় বাড়তি ভাড়া দিয়েই কর্মস্থলে যাচ্ছে মানুষ। এতে করে একদিকে যেমন বাড়তি ভাড়া গুণতে হচ্ছে অপরদিকে স্বাস্থ্য ঝুঁকি নিয়েই সামাজিক দূরত্ব না মেনে ভাড়ায় চালিত মাইক্রোবাস-প্রাইভেটকার সিএনজি করে যেতে হচ্ছে যাত্রীদের।

শুক্রবার (২৯ মে) সকালের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।

উত্তর বঙ্গের ১৭টিসহ মহাসড়ক দিয়ে ২৩টি জেলার যানবাহন চলাচল করছে। মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি এবং ভাড়ায় চালিত মটর সাইকেল করে কর্মস্থল ঢাকায় ফিরছে মানুষ। কোনো গাড়িতেই সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। প্রয়োজনের তাগিদেই তাদের ঝুঁকি নিয়েই কর্মস্থলে যেতে হচ্ছে। এতে করে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে।

তবে গণপরিবহন বন্ধ থাকায় ঢাকায় কর্মস্থলে ফেরা মানুষরা কিছুটা ভোগান্তিতে পড়েছে অন্যদিকে অতিরিক্ত টাকা খরচ করে কর্মস্থলে ফিরতে হচ্ছে তাদের।


এদিকে, আগামী রোববার থেকে যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশের তৎপরতা থাকলেও অনেকটাই কম লক্ষ্য করা গেছে। কোথাও কোনো প্রকার দুর্ঘটনা বা যানজটের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলা পুলিশের সার্জেন্ট মুশফিকুর রহমান।