https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/04/10/417b8aa0bc9c7a4d9ab5d92c5663b535-5e90185e91f15.jpg?jadewits_media_id=1524473

চট্টগ্রামের দৈনিক পূর্বকোণের মুদ্রণ সংস্করণ সাময়িক বন্ধ

by

করোনায় দুই কর্মী আক্রান্ত হওয়ার পর চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বকোণের মুদ্রণ সংস্করণ সাময়িক বন্ধ থাকবে। তবে অনলাইন চালু থাকবে। গতকাল শুক্রবার এই সিদ্ধান্ত নেয় পত্রিকা কর্তৃপক্ষ।

ঈদের ছুটি শেষে আজ শনিবার থেকে পত্রিকা প্রকাশিত হওয়ার ছিল। গত সপ্তাহে এই পত্রিকার একজন জ্যেষ্ঠ সাংবাদিক ও একজন আলোকচিত্র সাংবাদিক করোনায় আক্রান্ত হন। পূর্বকোণ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান নিউজ ফ্রন্টের এক কর্মী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাস পাওয়া যায়।

পূর্বকোণের সম্পাদক ম রমিজউদ্দিন চৌধুরী মুদ্রণ প্রকাশনা বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, তিনি সম্পাদকের পাশাপাশি একজন চিকিৎসক। চিকিৎসক হিসেবে তাঁর কাছে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পেয়েছে। তাই প্রিন্ট সংস্করণ সাময়িক বন্ধ রাখা হবে। এর মধ্যে পত্রিকা কার্যালয় জীবাণুমুক্ত করার কয়েক দিনের মধ্যে পত্রিকা প্রকাশ করা হবে।