https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/03/18/b32bee8518e987a54dbd18b72dfebfbb-5e71c85a58c92.jpg
প্রতীকী ছবি

আশুলিয়ায় থানার ওসি-এসআইসহ ছয়জনের করোনা শনাক্ত

by

ঢাকার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এক উপপরিদর্শক (এসআই) ও চার কনস্টেবল কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এসআইয়ের স্ত্রীর শরীরেও করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ওসিসহ আক্রান্ত ব্যক্তিরা কয়েক দিন ধরে অসুস্থবোধ করছিলেন। গাজীপুরের একটি বিশেষায়িত হাসপাতালে নমুনা পরীক্ষা করে তাঁদের করোনা ‘পজিটিভ’ পাওয়া যায়। ওই হাসপাতাল থেকে আজ শুক্রবার সকালে বিষয়টি তাঁদের নিশ্চিত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, গত বুধবার উপজেলার ১৮৩ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। তবে তাঁদের মধ্যে আশুলিয়া থানার ওসি, এসআই, তাঁর স্ত্রীসহ চার কনস্টেবল ছিলেন না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই সাতজনের নমুনা নেওয়া হয়নি।