জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে ডিএমপিকে বিএনপির চিঠি
by কালের কণ্ঠ অনলাইনবিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। আর এসব কর্মসূচি বিষয়ে অবগত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে তারা। গতকাল চিঠিটি পাঠানো হয়েছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, শনিবার (৩০ মে) প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে ওইদিন বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ। এ সময় শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মানা হবে। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর চিঠি দেয়া হয়েছে।
চিঠিতে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তারের স্বাক্ষর রয়েছে।