উপসর্গ নিয়ে মারা যাওয়া ফেনীর সেই ইমাম করোনা আক্রান্ত ছিলেন

by

 

https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/03/27/3b4e5de24ab57a6beb2e82c905dd2a06-5e7dc66c1a505.png
করোনাভাইরাস

ফেনীর সোনাগাজী উপজেলায় মসজিদের ইমাম মাওলানা হাফেজ আহমেদ (৭৫) এর মৃত্যুর চার দিন পর জানা গেলো তিনি  করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার (২৮ মে) সকালে তার করোনা রিপোর্টের ফল পজিটিভ এসেছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।

মাওলানা হাফেজ আহমেদ উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চান্দলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মাওলানা হাফেজ আহমেদ করোনার উপসর্গ- শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে গত ঈদুল ফিতরের আগের দিন মারা যান। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে। বৃহস্পতিবার সকালে পাওয়া রিপোর্টে  তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মো. সরফুদ্দিন আহমেদ জানান, গত ১৬ এপ্রিল জেলায় প্রথম এক যুবকের করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর দেড় মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৩ জন। বর্তমানে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন, চার জন অন্য জেলার এবং তিন জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৯ জন, ছাগলনাইয়ায় ১৪ জন, দাগনভূঞায় ১৯ জন, সোনাগাজীতে ১১ জন, পরশুরামে সাত জন এবং ফুলগাজীতে পাঁচ জন রয়েছেন।